দাউদকান্দিতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল-আমিন শেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আল-আমিন শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বনগ্রাম গ্রামের মোঃ কালাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বলদাখাল এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনালী পরিবহন বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পায়ের মাদক ব্যবসায়ীর হাটুতে এংলেট দিয়ে অভিনব কায়দায় রাখা ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেনের তথ্যটি নিশ্চিত করে বলেন এ ঘটনায় দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।