কুমিল্লা
শুক্রবার,৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা-৯: ইসলামীক ফ্রন্টের মনোনয়নপত্র নিয়েছেন আবু বকর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু বকর ছিদ্দিক। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক (মীর মোহাম্মদ আবু বাকার) ইতিমধ্যে সমাজ সেবায় অনন্য দৃষ্টান্ত রেখেছেন। তিনি লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, লাকসাম ফেয়ার ফিডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আবু বকর ছিদ্দিক।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম হেলাল, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাস্টার মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি হাজী হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার আবু তাহের, পৌরসভা শাখার সহ-সাধারণ সম্পাক আবুল খায়ের নেছারিয়া, সাংগঠনিক সম্পাদক গাজী আবদুল্লাহ আল মামুন, যুব ও ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি জাফর আহমেদ, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আবদুল হান্নান, ছাত্রসেনা জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজী, উপজেলা সভাপতি হাফেজ আলাউদ্দিন, অর্থ সম্পাদক সালেহ আহমেদসহ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে মহাজোট থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে আবু বকর নতুন কুমিল্লাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে আমি মহাজোটের পক্ষে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র মনোনয়ন প্রত্যাশী। আমরা ইসলাম ও স্বাধীনতার স্বপক্ষে কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করি জোটের নীতিনির্ধারকরা আমাকে মূল্যায়ন করবেন। আমি উন্নত বাংলাদেশ গঠনে লাকসাম-মনোহরগঞ্জের মতো একটি গুরত্বপূর্ণ জনপদকে সম্পৃক্ত করে সকলের উন্নয়নের জন্যও কাজ করতে চাই। অতীতের মতো আগামীতেও সুখে-দুঃখে সকলের পাশে থাকতে চাই। তবে জোটের স্বার্থে দলের সিদ্ধান্ত মতে কাজ করবেন বলেও জানান তিনি।

জানা গেছে, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মহাজোট নেত্রীর কাছে ২০টি আসন দাবী করেছে। তবে তারা আশাবাদী ইসলামীক ফ্রন্ট বাংলাদেশকে অন্ততঃ ৩টি আসন দেয়া হবে। তম্মধ্যে কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসন রয়েছে।

এ বিষয়ে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্’র সাথে মনোনয়ন সম্পর্কিত একান্ত আলোচনা করেন, কুমিল্লা জেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক। দলীয় সিদ্ধান্ত মতে জাতীয় সংসদের-২৫৭নং (কুমিল্লা-০৯, লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনের লক্ষ্যে মোঃ আবু বকর ছিদ্দিক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরও পড়ুন