কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসাম-মনোহরগঞ্জ আসনে ভোটের উৎসব

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বইছে নির্বাচনী উৎসব। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ৮৩৬ জন।

তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৩৭২ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৯ হাজার ৪৬৪ জন। মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৩৩৫ জন। পুরুষ ভোটার ৮৬ হাজার ২৪১ জন, মহিলা ভোটার ৮৫ হাজার ৯৪ জন।

লাকসাম উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৫০১ জন। পুরুষ ভোটার ৯৬ হাজার ১৩১ জন, মহিলা ভোটার ৯৪ হাজার ৩৭০ জন। মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি।

দুই উপজেলায় মহিলা ভোটারের চেয়ে ২ হাজার ৯০৮ জন পুরুষ ভোটার বেশি। মনোহরগঞ্জে ৬০টি কেন্দ্র ও লাকসামে ৬৬টি কেন্দ্র মোট ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

লাকসাম উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ নতুন কুমিল্লাকে জানান, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী লাকসাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুন