একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি রক্ষায় কুমিল্লায় ২৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না তা নজর রাখবেন তারা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কুমিল্লার রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর নতুন কুমিল্লাকে বলেন।
তিনি জানান, ইতোমধ্যে কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে প্রচারণা চালানো হয়েছে। প্রার্থীদের নিজ নিজ এলাকায় নির্বাচনী বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন থাকলে তা এক সপ্তাহের মধ্যে অপসারণ করার জন্য বলা হয়েছে।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।