কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ বাক প্রতিবন্ধী হারুন অর রশিদের। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মরহুম মাওলানা হাছান আলীর ছেলে।
জানা গেছে, প্রতিবন্ধী হারুন অর রশিদ(৬১) দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে দিনমজুরের কাজ করতো। জুন মাসের প্রথম দিকে হারুন অর রশিদ মেয়ের বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন-তাহলে সাংবাদিক মিজানুর রহমান মিনুর ০১৮১৯-৪৪৫ ৪৫৪ নাম্বারে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।