কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা-৯ আসনের প্রার্থী আবু বকরের বিশেষ সাক্ষাত

ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর’র সাথে বিশেষ সাক্ষাতে মোঃ আবু বকর ছিদ্দিক/ছবি: নতুন কুমিল্লা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর’র সাথে বিশেষ সাক্ষাত করেছেন দলের কুমিল্লা জেলা সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ আবু বকর ছিদ্দিক (মীর আবু বাকার)।

শনিবার (১৮ নভেম্বর ) সকালে চট্টগ্রামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর’ নেতৃত্বে হাজারো মুসুল্লির অংশগ্রহণে জসনে জুলুস র‌্যালি বের হয়। জসনে জুলুসের প্রাককালে দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর’এর সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হন আবু বকর।

এ সময় উভয়ের মাঝে নির্বাচনী কর্মকান্ড নিয়ে কুমিল্লা জেলা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকায় দলীয় তথা মহাজোটের মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ.এম মুজিবুল হক শুক্কুর ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারন সম্পাদক ছৈয়দ মোঃ গোলাম হায়দার হাছিবসহ নেতৃবৃন্দ।

আলোচনার বিষয়ে মীর মোহাম্মদ আবু বাকার নতুন কুমিল্লাকে জানান, দলের মহাসচিবের সাথে কুমিল্লা জেলা নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ও দলীয় কর্মকান্ডসহ কুমিল্লা-৯ থেকে আমার মহাজোট থেকে মনোনয়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ আসনে আমাকে প্রার্থী দিলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তথা মহাজোটকে উপহার দিতে পারব ইন্শাআল্লাহ। মহাসচিব আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন। মহাজোট থেকে আমাকে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমি আশাবাদী।

আরও পড়ুন