কুমিল্লা
বৃহস্পতিবার,২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ আশ্বিন, ১৪৩০ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় দুটি করে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির ৪ নেতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় বিএনপির চার নেতা দুটি করে আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। পৃথক দুই আসন থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সলিসিটর ইকরামুল হক মজুমদার।

সূত্র জানায়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) থেকে মনোনয়ন ফরম কিনেছেন ড.খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনে মনোনয়ন ফরম কিনেছেন মনিরুল হক চৌধুরী, মোস্তাক মিয়া ও সলিসিটর ইকরামুল হক মজুমদার। কুমিল্লা-৬ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন মনিরুল হক চৌধুরী ও মোস্তাক মিয়া। সলিসিটর ইকরামুল হক মজুমদার আরও একটি মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা-১০ আসন থেকে।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এ বিষয়ে নতুন কুমিল্লাকে বলেন, ‘ছাত্র সংগঠন থেকে শুরু করে আজ পর্যন্ত দলের জন্য কাজ করছি। আশা করছি দল আমার মূল্যায়ন করবে।’

আরও পড়ুন