দাউদকান্দি সার্কেল অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৮ ফাইনালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ শাখাওয়াত হোসেন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি মানুষেরই নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখা উচিত। মন খারাপ থাকলে অথবা যখন কেউ থাকে না। একা হয়ে যেতে হয় তখন নিজেকে নিজে সময় দিতে হবে এবং নিজেকে সে পরিবেশ পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি করতে হবে। যেমন খেলাধুলা করা, বাঁশি বাজানো, গান গাওয়া ইত্যাদি।
তিনি বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয় এটা নিজেকে আনন্দ দেয়। একা কখনোই খেলাধুলা করা যায় না। এটা একটা টিম ওয়ার্ক। একজন স্পোর্টস ম্যান একজন ভালো ছাত্র হয়। এটা মানুষকে জিততে শিখায়, আবার পরাজয় মেনে নেওয়ার মতো মানসিকতা অর্জন করতে শেখায়। সেই সাথে পরাজয় মেনে নিয়ে আবার পুরোদমে লড়তেও শেখায়।খেলাধুলা মানুষকে সুস্থ করে।সুস্থ দেহে, সুস্থ মন নিয়ে কাজ করতে পারে। সুতরাং খেলাধুলার প্রয়োজনীয়তা সবাইকে উপলব্ধি করতে হবে।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( মুরাদনগর সার্কেল) মোঃ জাহাংগীর আলম, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( হোমনা সার্কেল) মোঃ সাইফুর রহমান আজাদ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী আশরাফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল ফয়সাল, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, হোমনা থানার অফিসার ইনচার্জ সৈয়দ ফজলে রাব্বি, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম আব্দুন নূর, চান্দিনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নাজমুল হাসান প্রমূখ। ফাইনাল খেলায় গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতিকে হারিয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র চ্যাম্পিয়ন হয়। খেলায় রানার্সআপ গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতি এবং তৃতীয় স্থান অর্জন করেন গৌরীপুর বাজার কমিটি।
টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো, দাউদকান্দি সার্কেল অফিস, দাউদকান্দি মডেল থানা, দাউদকান্দি হাইওয়ে থানা, চান্দিনা থানা, তিতাস থানা, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থা, পেন্নাই ড্রীমওয়ে একাদশ, গৌরীপুর বাজার কমিটি, গৌরীপুর জুয়েলারি সমিতি, গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতি, গৌরীপুর মাইক্রোবাস চালক সমিতি,ইয়াং হাইটেক গার্মেন্টস লিঃ, প্রধান প্রিন্টিং কর্পোরেশন, সূচনা কমিউনিটি ডট টিভি। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন সামাজিক সংগঠন “আলোর পথ সমাজ কল্যাণ সংঘ”।