কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকার গোমতী নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়। সাড়ে ৯টায় এরিপোর্ট
লিখা পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বক্সি জানান, সন্ধ্যায় বস্তার মধ্যে একটি শিশুর রক্তমাখা মুখ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি শিশুর রক্তমাখা লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।