কুমিল্লা
রবিবার,২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৭ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০ বছর

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৪ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে কলেজের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

১৮৯৯ সালে প্রতিষ্ঠিত কুমিল্লার ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটির দেশে এবং দেশের বাইরে সুনাম রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের প্রপৌত্র প্রকৌশলী অশোক সিংহ রায়ের প্রেরিত বাণী পাঠ করে শোনান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাসুম মিল্লাত মজুমদার।

তিনি জানান, আগামী ফেব্রুয়ারি মাসে অমর একুশের অনুষ্ঠানে অশোক সিংহ রায় এ কলেজে উপস্থিত থাকবেন।

ভিক্টোরিয়া কলেজের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার সম্মাননা জানানো হয় কলেজের ৬ জন প্রাক্তণ অধ্যক্ষ ও কৃতী শিক্ষার্থীদের।ছিলো আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পাননা প্রাপ্ত কলেজের সাবেক অধ্যক্ষরা হলেন প্রফেসর আমির আলী চৌধুরী, লে. কর্ণেল মোশতাক আহমেদ, প্রফেসর ডা. আব্দুল মতিন, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর মো: আব্দুর রশীদ এবং প্রফেসর আবু তাহের।

এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা। উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া, কলেজের সাবেক শিক্ষক শান্তিরঞ্জন ভৌমিক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় সহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কলেজ ছাত্রলীগ ও কর্মচারীবৃন্দ।

শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, যুগ্ম সম্পাদক বদরুন্নাহার ও নিলুফার সুলতানার যৌথ সঞ্চালনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সভাপতির বক্তব্যে কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বলেন, কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রাণের দাবি ছিল। আজকের এ আয়োজনের মধ্য দিয়ে বহুদিনের সেই প্রতীক্ষার প্রতিফলন ঘটেছে। আমার বিশ্বাস এ ধারা সবসময় অব্যাহত থাকবে।

আরও পড়ুন