“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ৪৭ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আবদুল বাতেন সরকার।
উপজেলা সমবায় অফিসে কর্মরত শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু, উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ এনায়েত উল্লাহ, সাংবাদিক আবদুল বাকি মিলন, প্রতিদিনের সংবাদ ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রতিনিধি মোঃ আকবর হোসেনসহ আরো অনেকে।