কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মাান) শ্রেনীতে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (২৫ নভেম্বর) সকালে মিছিলটি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের হতে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষে হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ. সহ সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, সহ সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ জিসানসহ বিশ্ববিদ্যালয় এবং হল শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।