রবিবার (২৫ নভেম্বর) লাকসাম দোগাইয়া চাঁদপুর আশরাফনগর দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক জশনে জুলুছ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গদীনশীন পীর মাওলানা সৈয়দ আবু আশরাফ মোহাম্মদ গাজীউল হক চাঁদপুরীর নেতৃত্বে দরবার শরীফ থেকে মোটর শোভাযাত্রাসহ র্যালিটি বের হয়ে আশিরপাড়, গাজীরপাড়, মোহাম্মদপুর, গোবিন্দপুর, লাকসাম দৌলতগঞ্জ বাজার ও মনোহরগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পূনঃরায় দরবার শরীফে এসে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
জুলুছ মিছিলে আরো অংশগ্রহণ করেন, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মাজেদুল হক চাঁদপুরী, দোগাইয়া আশরাফনগর ইসলামীয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার সুপার মাওলানা তোফাজ্জল হোসেন, তরীকত ফেডারেশন কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দরবারের খাদেম মাওলানা জহিরুল ইসলাম, শাহসুফি মাসুদ আলম, শাহসুফি রুহুল আমিন, বাহারুল আলম সোহাগসহ বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়েকেরাম ও চাঁদপুরী শাহ দরবারের আশেকানবৃন্দ।