একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার প্রথম নারী প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী।
রবিবার (২৫ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এ চিঠি হাতে পেয়েছেন তিনি।
বিভিন্ন গন্যমাধ্যমে দেশের অন্যান্য আসনের মনোনয়নের সাথে এ আসনের মনোনয়নের বিষয়টি প্রচার হলে হোমনা তিতাস উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়।
উল্লেখ্য, এ আসনে আরও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ আলম সরকার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, কুমিল্লা উত্তর জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, আলহাজ্ব এনামুল হক ইমন, আলহাজ্ব মো: শাহ আলমসহ ৭ নেতা সম্ভাব্য প্রার্থী ছিলেন। জাপার (এরশাদ) বর্তমান এমপি আমির হোসেন ভূঁইয়া।
বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, কুমিল্লা উত্তর জেলার সভাপতি ও হোমনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র নেতা এ কে এম ফজলুল হক মোল্লা।
এদিকে, জাপা (জেপি) জসিম উদ্দিন ভূঁইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুড়ান্ত প্রার্থী ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম।
এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ১৯৯১-১৯৯৬ সাবেক মন্ত্রী এমকে আনোয়ার পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন।