অবশেষে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল। মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি পান।
এর আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেন কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। বাকি থাকে কুমিল্লা-৮ বরুড়া আসনটি। তখন বলা হচ্ছিল, হয়তো মহাজোটের শরীক দল জাতীয় পার্টির জন্য এ আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ।
মঙ্গলবার এ আসনটিতেও দলীয় পার্থী হিসেবে সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। আর এ খবর এলাকায় ছড়িয়ে পরলে আনন্দে মেতে উঠেন নজরুল সমর্থক নেতাকর্মীরা।