মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে কুমিল্লায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক আবুল ফজল মীরের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি।
জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
এ সময় পরিকল্পনামন্ত্রী আ ফ ম মুস্তফা কামাল এমপি, রেলপথমন্ত্রী মুজিবুল হকের সহধর্মিনী হনুফা আক্তার রিক্তা, সাবেক এমপি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল, চৌদ্দগ্রাম পৌর মেয়র মো. মিজানুর রহমান তার নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।