পর্তুগালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন পর্তুগাল আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫ টায় লিসবনের মাত্রিম মুনিজ এলাকায় রুয়া দো বেনফোরমোযোতে এ প্রচারণার শুভ সূচনা করে।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বাদশা, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কার প্রচারনা শুরু করেছেন।
জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
এসময় পর্তুগাল আওয়ামী লীগের নেতারা নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করার জন্য পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করা হয়।
নিবার্চনী প্রচারণায় উপস্থিত ছিলেন আলহাজ লিহাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, ইকবাল চৌধুরী, মো, আলী হোসেন, নজরুল ইসলাম সুমন, দেলোয়ার হোসেন, জাহিদ কাইছার, মাঈন উদ্দীন মাষ্টার, আশরাফুল আলম, আলাউদ্দীন, জিকু হোসেন, মিন্টু কুমার, ফজলুল হক খান, তানভীর আলম, জোবায়ের হোসেন, মানিক, আরিফ, মো. শাহিন, মুকুল ও ইমরান হোসেন।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উল হক, পর্তুগাল ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগ, আশরাফ হোসেন রাসেল, সজিব, আলিফ, নোবেল, লিজু, সোহেল রানা, মাসুদ উদ্দিন, জুয়েল, অভি, হোসাইন, রুবেন, রিজভী খান, মোহাম্মদ রানা প্রমুখ।