পর্তুগাল ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগ এর উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবারো বিজয়ী করতে প্রচারনা শুরু করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় লিসবনের মাত্রিম মুনিজ এলাকায় রুয়া দো বেনফোরমোয তে এই প্রচারাভিযান পরিচালিত হয়।
এসময় পর্তুগাল ছাত্রলীগ নেতারা নির্বাচনী প্রচারনার অংশ গ্রহণ করে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নিতে আবারো নৌকাকে বিজয়ী করার জন্যে পর্তুগালে অবস্থানরত সকল বাংলাদেশী প্রবাসীকে উৎসাহিত করা হয়।
জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
উক্ত নিবার্চনী প্রচারাভিযানে উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন এবং বর্তমান সভাপতি শিফলু আহমেদ , ছাত্রলীগ নেতা আশরাফ হোসেন রাছেল, সজিব, বাপ্পি তালুকদার , আলিফ, নোবেল, লিজু, সোহেল রানা, মাসুদ উদ্দিন, জুয়েল, অভি, হোসাইন, রুবেন, রিজভী খান, মোহাম্মদ রানা প্রমূখ।