কুমিল্লা
বুধবার,২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

মুরাদনগর আসনে ২৭ প্রার্থীর মননোয়নপত্র দাখিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র গ্রহন ও জমার শেষ দিনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে দলীয় ও সতন্ত্র প্রার্থী ও ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ আসন থেকে ৩০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন ২৭ জন প্রার্থী।

বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাষন আবুল ফজল মীরের কার্যালয় ও সহকারী রির্টানিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের কার্যালয়ে প্রার্থী ও সমর্থকরা উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা করেন।

উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এ আসন থেকে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা করেন ১৩ জন প্রার্থী ও মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা করেন ১৪জন প্রার্থী। এর মধ্যে বিভিন্ন দল থেকে মনোনয়ন পত্র দাখিল করেন ১৫জন আর সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন ১২জন।

 জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

বিভিন্ন দল থেকে মনোনয়ন পত্র জমাকারী প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (আওয়ামীলীগ), কে এম মজিবুল হক (বিএনপি), শাহেদা রফিক (বিএনপি), কাজী জাহাঙ্গীর আমির (জাতীয় পার্টি (জেপি)), মো: নজরুল ইসলাম (এনপিপি), মো: আনিছ (জাগপা), সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), কামাল উদ্দিন ভুইয়া (প্রগতিশীল গনতান্ত্রিক দল), নাজমা আক্তার, আক্তার হোসেন ও আলমগীর হোসেন (জাতীয় পার্টি (জাপা)), আকবর আমিন বাবুল ও মোস্তাক আহাম্মেদ (গণ ফোরাম), আবদুল কাইয়ুম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাজী নজরুল ইসলাম (জাকের পার্টি)।

সতন্ত্র থেকে ময়েন নানপত্র দাখিলকারীরা হলেন, জাহাঙ্গীর আলম সরকার, আহসানুল হক কিশোর, কাজী মোস্তাকীম আহমেদ, কাজী জুন্নুন বসরী, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম শাহেদ, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া, আবদুল্লাহ নজরুল, দেলোয়ার হোসেন ও মো: হেলাল উদ্দিন ।

আরও পড়ুন