ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের কাভার্ডভ্যান চাপায় শাহাদাৎ হোসেন (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার পদুয়ায় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎপাশ্ববর্তী ফেনী দাগনভূঁইয়া উপজেলার গজাইরগা গ্রামের শেখ ফরিদ আহম্মদের ছেলে এবং ফেনী রাজাপুর বাজারের ব্যবসায়ী। এ সময় অপর মোটর সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিব নতুন কুমিল্লাকে জানান, বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের পদুয়া রাস্তার মাথার থ্রিষ্টার পাষ্ট সংলগ্ন স্থানে ফেনীগামী মোটর সাইকেলকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়।
তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে। তবে ট্রাকের চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।