মনোনয়নপত্র জমাদানের শেষদিনে গতকাল বুধবার কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওইদিন আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি মোঃ তাজুল ইসলাম, সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার একেএম সাইফুল আলমের নিকট প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত শুক্রবার মনোনয়নপত্র দাখিল করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী সেলিম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহিন আখন্দ।
অপর সূত্রে জানা গেছে, কুমিল্লা-৯ আসনে ওইদিন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফজল মীরের নিকট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, তরিকত ফেডারেশনের রেজাউল হক চাদপুরী, মুসলিম লীগের আবদুল আউয়াল, এটিএম আলমগীর, ফয়েজ উল্লাহ, ইসমাইল হোসেন, জাকের পার্টির টিপু সুলতান, লায়ন নুরুন্নবী কামাল, শাহ আলম, সফিকুর রহমান, অহিদুর রহমান জয়।
জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি তাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেয়াকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌরসভা সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা মেজর (অবঃ) হাবিবুর রহমান, হাজী আবুল কাশেম, এসএ ফিরোজ, হাজী এসহাক, জয়নাল আবদীন খলিফা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এডভোকেট মোঃ আবু তাহের, মনোহরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভা নেত্রী এডভোকেট তানজিনা আক্তার, লাকসাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পড়শী সাহা, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, চেয়ারম্যান ওমর ফারুক, আবু ছায়েদ, ওলামালীগ সভাপতি মাওলানা গোলাম সরওয়ার প্রমুখ।
বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবঃ) আনোয়ারুল আজীম মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, নিখোঁজ বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন চেয়ারম্যান, লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বিএনপি নেতা মনির হোসেন প্রমুখ।
অপরদিকে, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী হিসেবে কুমিল্লা জেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত লাকসাম উপজেলা সভাপতি মাস্টার মাহবুবুর রহমান, আবু তাহের খন্দকার, ভেন্ডর জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম হেলাল প্রমুখ।