কুমিল্লা সদর দক্ষিণে খোরশেদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে পুলিশ। সদর দক্ষিন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: শামছুদ্দিন অভিযান চালিয়ে নরসিংদী জেলার শিবপুর থানাধীন কুড়িল বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মফু মিয়া খোরশেদ হত্যার ঘটনা সম্পর্কে আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তি প্রদান করে।
এসআই মোঃ সামছুদ্দিন নতুন কুমিল্লাকে জানান, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন স্যার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর দক্ষিণ সার্কেল মহোদয় এবং অফিসার ইনচার্জ মামুনুর রশিদ স্যারের দিক নির্দেশনায় আমি সদর দক্ষিণ থানার মামলা নম্বর ৩২ তারিখ ২২/১১/২০১৮ তারিখ ধারা ৩০২ /৩৪ দন্ডবিধি এর এজাহারনামীয় আসামি মফিজুল ইসলাম মফুকে নরসিংদী জেলার শিবপুর থানা দিন কুড়িল বাজার হইতে গ্রেপ্তার করি। সে ওই হত্যাকাণ্ডের মুল পরিকল্পনাকারী। আটক মফিজ অন্যান্য আসামিদের নাম সহ বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য চলতি বছর ২২ নভেম্বর রাতে খোরশেদ মিয়াকে জবাই করে হত্যা করা হয়। উক্ত হত্যা কাণ্ডের ঘটনায় সদর দক্ষিন মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয় মামলা নং-৩২।