কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি ও আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূইয়া বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ কেরেছেন বিএনপি দলীয় প্রার্থী ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ৩০ নভেবম্বর সকালে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগটি দায়ের করেন।
এছাড়াও অভিযোগের অনুলিপী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।
তাঁর অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থী সুবিদ আলী ভূইয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে বিশাল আকারে বিলবোর্ড স্থাপন করে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন, যা নির্বাচনী আচরণ বিধিমালার ১২ বিধির লঙ্ঘন। এ জন্য আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
সুবিদ আলীর বিরুদ্ধে আচরণ ভঙ্গের অভিযোগ ড. মোশাররফেরএ প্রসঙ্গে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ৩০ নভেম্বর (শুক্রবার) সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগটি দায়ের করা হয়েছে। সাথে সকালে (শুক্রবার) উঠানো বিলবোর্ডটির এক কপি ছবিও সংযুক্তি আকারে দেয়া হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন- ‘আপনি যদি দাউদকান্দির গৌরীপুর বাজার মোড়ে যান, দেখবনে মোড়ের পশ্চিম পাশে দু’টি বিলবোর্ড আছে। এর একটিতে স্থানীয় এমপি ও আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূইয়ার ছবিসহ ও নৌকা মার্কায় ভোট চাই স্লোগান আছে। যা নির্বাচনে আচরণ বিধিমালার ১২ বিধির সম্পূর্ণ লঙ্ঘন। বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের তিন সপ্তাহ পূর্ব থেকে নির্বাচনী এলাকায় ব্যানার-পোস্টার-বিলবোর্ড সাঁটানো নিষিদ্ধ।’
তবে অভিযোগের কপি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন, সহকারী রিটার্নিং অফিসার ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম। তিনি বলেন, ‘এরকম একটা অভিযোগ লিখেছে হয়তো; তা আমার কাছে এখনো পৌঁছায়নি।’