একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১০ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর তাদের বাতিলের ঘোষণা করেন।
জেলা জুড়ে নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
বাতিলকৃত প্রার্থীরা হলেন, অধ্যক্ষ মোঃ ইউনুস (বিএনপি), মোঃ নূরুল আলম ভূঞা (জাকের পার্টি), আবুল কালাম ইদ্রিস (স্বতন্ত্র), শেখ আবদুল বাতেন (গনফোরাম)।
বৈধ প্রার্থীরা হলেন আবদুল মতিন খসরু (আওয়ামীলীগ), শওকত মাহমুদ (বিএনপি), মোঃ শাহ আলম (ইসলামী ঐক্যজোট), মোঃ রাশেদুল ইসলাম (ইাসলামী আন্দোলন বাংলাদেশ), আবদুল্লাহ আল ক্বাফি (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মোহাম্মদ তাজুল ইসলাম (জাতীয় পার্টি)।