কুমিল্লার চান্দিনায় ১০ হাজার পিস ইয়াবাসহ কুলছুম বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যসবায়িকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কুলছুম বেগম কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আলী আক্কাসের স্ত্রী।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল নতুন কুমিল্লাকে জানান, ইয়াবার একটি চালান নিয়ে ওই নারী গাড়ি বদল করে ঢাকার দিকে যাচ্ছিলেন। চান্দিনা বাস স্টেশনে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।