একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের দিন ৯টি আসনে প্রার্থী রদবদল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত ৯টি চিঠি জমা দেয়া হয়েছে।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
যে আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে, তা হলো— মানিকগঞ্জ-১ বিএনপির খন্দকার আব্দুল হামিদ ডাবলুর পরিবর্তে এসএম জিন্নাহ কবীর, সিরাজগঞ্জ-৬ মো. কামরুদ্দীন এহিয়া খানের পরিবর্তে এমএ মুহিত, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাবের পরিবর্তে গোলাম রাব্বানী, রাজশাহী-৫ নুরুল ইসলামের পরিবর্তে মো. নাদিম মোস্তফা, নওগাঁ-১ মো. মোস্তাফিজুর রহমানের পরিবর্তে মো. ছালেক চৌধুরী,
গোপালগঞ্জ-৩ বিএনপির এসএম জিলানী, শেরপুর-২ একেএম মুখলেছুর রহমানের পরিবর্তে মো. ফাহিম চৌধুরী, নাটোর-১ কামরুন্নাহারের পরিবর্তে কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম-৭ আসনে কুতুব উদ্দিন বাহারের পরিবর্তে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. নুরুল আলম।