কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন দিনব্যাপী লোক প্রশাসন উৎসব উদযাপন শুরু হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।
দিনের প্রথম পর্বে সকাল ১১ টায় লোক প্রশাসন বিভাগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিভাগের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।
এ সময় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন- পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন, সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, সহকারী অধ্যাপক আশিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, প্রভাষক মো. নাজমুল হক সহ বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
উৎসবের মধ্যে রয়েছে হাড়ি ভাঙ্গা, মার্বেল দৌড়, বস্তা দৌড়, পিএ রেইস, দাবা, বির্তক সহ বিভিন্ন আনন্দ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।