কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের তিন দিনব্যাপী উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন দিনব্যাপী লোক প্রশাসন উৎসব উদযাপন শুরু হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।

দিনের প্রথম পর্বে সকাল ১১ টায় লোক প্রশাসন বিভাগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিভাগের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।

এ সময় আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন- পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন, সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, সহকারী অধ্যাপক আশিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, প্রভাষক মো. নাজমুল হক সহ বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

উৎসবের মধ্যে রয়েছে হাড়ি ভাঙ্গা, মার্বেল দৌড়, বস্তা দৌড়, পিএ রেইস, দাবা, বির্তক সহ বিভিন্ন আনন্দ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন