কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ২০১৯ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১২ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশিন।

জানা যায়, এক বছর মেয়াদি এ কমিটির সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী ও সংগঠনটির বিদায়ী সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদটিতে নির্বাচিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সহ-সভাপতি পদে নির্বাচিত হচ্ছেন, বর্তমান সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম পলাশ।

তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে লড়াই হবে বেশ জোড়ালো। পদটিতে মনোনয়ন নিয়েছেন ৩ জন। তারা হলেন-বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান, অর্থ সম্পাদক তানভীর সাবিক এবং দপ্তর সম্পাদক নাজমুল হোসেন সবুজ।

যুগ্ম সম্পাদক পদে লড়াই করছেন আবু বকর রায়হান ও সজিব বণিক। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শাহাদাত বিপ্লব।

এদিকে তথ্য ও পাঠাগার সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফরহাদ হোসেন ও রাসেল আহমেদ। সদস্য-১ পদে নির্বাচিত হচ্ছেন খালেদ মোর্শেদ। তার কোনো প্রতিদ্বন্দ্বি নেই। তবে সদস্য-২ পদে নির্বাচন করছেন জয়নালআবেদিন ও স্বকৃত গালিব ।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন কর্তৃক এক প্রেস ব্রিফিং এ এমন তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার ড. এ. কে. এম. রায়হান উদ্দিন। সেই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কাজী ওমর সিদ্দিকী ও মাহবুবুল হক ভূঁইয়া।

এসময় প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের নাম ও বিভিন্ন নির্বাচনী অাচরণবিধি সম্পর্কে প্রার্থী ও ভোটারদের সতর্ক করেন।

প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, ‘আমি আশা করি একটি উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাংবাদিক সমিতি অতীতের ন্যায় ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়কে সবার কাছে সুন্দর ভাবে তুলে ধরবে।’

আরও পড়ুন