দক্ষিণ আফ্রিকা এবারও বিশ্বের সবচেয়ে সুন্দরতম শহর হিসেবে নির্বাচিত হয়েছে সৌন্দর্যের রানী নামে খ্যাত শহর কেপটাউন।
লন্ডন ভিওিক আর্ন্তজাতিক ট্রাভেল সংস্থা দ্যা টেলিগ্রাফ রির্ডাসের জরিপে কেপটাউন ষষ্ঠ বারের ন্যায় পৃথিবীর অন্যতম সৌন্দর্যের শহর হিসেবে তার অবস্থান ধরে রেখেছে।
আর্ন্তজাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন, সারা বিশ্বের ৪৫ হাজার ভোট পেয়ে কেপটাউন বিশ্বে ১নং সৌন্দর্যের শহর নির্বাচিত হয়েছে।
এছাড়া টপ টেন অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে, ২নং জাপানের টোকিও, ৩নং কানাডার ভেনকোভার, ৪নং স্পেনের সেভিলে, ৫নং অস্ট্রেলিয়ার সিডনি, ৬নং আমেরিকার নিউইয়র্ক, ৭ নং ইতালির ভেনিস, ৮ নং ইতালির ফ্লোরেন্স, ৯নং ইতালির রোম ও ১০ নং কেলিফোর্নিয়ার সান ফ্রানসিসকো।