কুমিল্লার পাঠক প্রিয় অনলাইন নিউজপোর্টাল ’নতুন কুমিল্লা’ ডটকম’র প্রধান সম্পাদক ও অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদের শ্বশুর গাজী মো. আব্দুল রউফ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
বার্ধক্যজনিত কারণে গাজী মো. আব্দুল রউফ মঙ্গলবার রাতে তাঁর নিজবাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার পশ্চিম ধনমুড়ী গ্রামের ইন্তেকাল করেন। আজ বুধবার (১২ ডিসেম্বর) সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে চৌদ্দগ্রাম পৌর মেয়র মো. মিজানুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আমানসহ শত শত লোক অংশ নিয়ে জান্নাত কামনায় তার জন্য দোয়া করেন।
গাজী মো. আব্দুল রউফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নতুন কুমিল্লা পরিবার।