কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর সাবিক।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ. কে. এম. রায়হান উদ্দিন। সেই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কাজী ওমর সিদ্দিকী ও মাহবুবুল হক ভূঁইয়া।
কার্যনির্বাহী পরিষদের অন্যন্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম সম্পাদক আবু বকর রায়হান, অর্থ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লব, তথ্য ও পাঠাগার সম্পাদক রাসেল আহমেদ, কার্যনির্বাহী সদস্য-০১ খালেদ মোর্শেদ, কার্যনির্বাহী সদস্য-০২ জয়নাল উদ্দীন।
উল্লেখ্য, ২০১৮ কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব হস্তান্তর করবেন ৩১ ডিসেম্বর ২০১৮, নতুন নির্বাচিত পরিষদ কার্যক্রম শুরু করবেন ০১ জানুয়ারি ২০১৯ থেকে।
আরও পড়ুন:
আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন