কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চান্দিনায় নানা আয়োজনে উদযাপিত হলো চান্দিনা মুক্ত দিবস। সোমবার (১২ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলা পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে চান্দিনা শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ, বিজয় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

ভোরে পুস্পার্ঘ্য অর্পণ শেষে বিজয় র‌্যালি চান্দিনা উপজেলা চত্বর হতে আরম্ভ করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলা ১১ টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া।

সভায় অন্যদের মধ্যে রাখেন- কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল ইসলাম বাবুল, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা আইন বিষয়ক সম্পাদক মো. আল আমিন, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন, আবদুল জব্বার, মো.খলিলুর রহমান বাঙ্গালী।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকন, চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক উপাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধার সন্তান মো.মেহেদী হাসান প্রমুখ।

আরও পড়ুন