কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ইনস্টাগ্রামে যুক্ত হল আকর্ষণীয় ফিচার

ইনস্টাগ্রামে যুক্ত হল আকর্ষণীয় ফিচার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কাউকে বার্তা পাঠাতে হলে আর কষ্ট করে কিপ্যাডে টাইপ করার প্রয়োজন হয় না। শুধু ভয়েস মেসেজ বোতামটি টিপে ধরে মুখে বললেই মেসেজ হিসেবে তা পৌঁছে যায় গ্রাহকের কাছে।

প্রযুক্তির কল্যাণে এখন এতটাই সহজ হয়ে গিয়েছে জীবন। যদিও এই সুবিধা এখনও পর্যন্ত ছিল না ইনস্টাগ্রামে। তবে এই প্ল্যাটফর্মের ইউজারদের জন্যও এবার সুখবর। কারণ ভয়েস মেসেজের সুবিধা এবার মিলবে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

কীভাবে নিজের প্রিয়জনকে ভয়েস মেসেজ পাঠাবেন?

একটি ভিডিওর মাধ্যমে তা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম। ফেসবুকের মতো এই প্ল্যাটফর্মেও রয়েছে মেসেজের একটি অপশন। যেখানে টাইপ করে যেমন বার্তা পাঠানো যায়, তেমনই পাঠানো যায় ছবি কিংবা ভিডিও। এবার সেখানেই যুক্ত হল নতুন একটি অপশন। ভয়েস মেসেজ। মাইক্রোফোনের আইকনটি চেপে ধরে বন্ধু-বান্ধব। কিংবা পরিবারের মানুষকে যে কোনও বার্তা পৌঁছে দিন মুখে বলেই। এতে সময় ও খাটনি দুই-ই বাঁচবে।

যতদিন যাচ্ছে ততই বাড়ছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা। নতুন নতুন ফিচার এনে ইউজারদের আকর্ষণও বাড়িয়ে চলেছে এই সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি জানানো হয়েছিল, এবার কোনও পোস্ট অনায়াসে নিজের ওয়ালে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। আর এবার তাদের নবতম সংযোজন ভয়েস মেসেজ। নিজেদের পছন্দের সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন ফিচারটি পেয়ে খুশি ইউজাররাও।

আগামী দিনে যে আরও মজাদার ফিচার যোগ হবে, সে ইঙ্গিতও দিয়ে রেখেছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন