দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার বাজারে আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত প্রযুক্তি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর ) দুপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন।
নৈইয়ার বাজার কমিটির সভাপতি মোঃ শহিদুল হক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দির গোয়ালমারী বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আনিছুজ্জামান, এমটিবি এজেন্ট মোঃ ফিরোজ সিকদার, নৈইয়ার স্যায়েন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন সিকদার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল, নৈইয়ার বাজার কমিটির সদস্য বিশ্বনাথ বনিক প্রমূখ।
আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্যাংকের সফলতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।