কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

কুমিল্লায়-৬ (সদর) আসনে গত ৩ দিনে নৌকা সমর্থকদের হামলায় ধানের শীষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ বুধবার আদালতে হাজিরা দিতে এসে সন্ত্রাসী হামলার শিকার হন সদর আসনের বিএনপির প্রার্থী হাজী ইয়াসিনের অনুসারী জেলার সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী ও তার স্ত্রী।

গুরুতর আহত মাহবুবকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর মনোহরপুস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন জানান, তার অনুসারী নগরীর সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী বুধবার সকালে তার স্ত্রী স্কুলশিক্ষিকা নাসরিন আক্তারকে সঙ্গে নিয়ে একটি মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে আদালত ভবনের সামনে ১৫/২০ জনের একটি দল মাহবুব ও তার স্ত্রীর উপর হামলা চালিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা চালানো হয়। আদালত পুলিশের সহযোগিতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজী ইয়াছিন আহত নেতা-কর্মীদের ছবি দেখিয়ে বলেন, গত তিনদিনে তার নির্বাচনী এলাকায় নৌকার সমর্থকরা পৃথক কয়েকটি স্থানে হামলা চালিয়ে বিএনপির কমপক্ষে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। এসময় বাড়ি-ঘর ও দোকানপাট ভাংঙচুর এবং মিথ্যা মামলা দিয়ে দলের নেতা-কর্মীদের হয়রানি করা হয়। হাজী ইয়াছিন প্রশাসনের কাছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির দাবি জানান।

আরও পড়ুন