কুমিল্লায় প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। আর তাদের হয়ে দিনভর করা হচ্ছে মাইকিং।
এতে করে ডেকোরেটর ব্যবসায়ীদের ব্যস্ততা যেমন বেড়েছে, ফুসরত নেই ছাপাখা ও ডিজিটাল প্রিন্টিং ব্যবসায়িদের। প্রার্থীদের পোস্টার-লিফলেট ছাপাতে গিয়ে হিমশিম খাচ্ছে কুমিল্লা নগরীর নিউ মার্কে এলাকার ছাপাখানাগুলো।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
নগরীর নিউ মার্কেট এলাকার রিলেটিভ প্রিন্টাস এন্ড ডিজিটাল এর পরিচালক নুর উদ্দিন মজুমদার নামে এক ব্যবসায়ি নতুন কুমিল্লাকে জানান, এবার পোস্টার-লিফলেট ও ডিজিটাল ব্যানার তৈরি প্রচুর অর্ডার পেয়েছি। দিন-রাত সমান তালে কাজ চলছে। এরপরও অর্ডার ঠিক সময়ে ডেলিভারি দিতে কষ্ট হচ্ছে আমাদের।
দিগন্ত প্রিন্টাসের মালিক বিএম মাসুদ জানান, নির্বাচন ও বাৎসরিক কাজ এক সাথে হওয়ায় কাজের ছাপ বেড়ে গেছে। এতে করে কাস্টমার সামাল দিতে আমােদের কষ্ট হচ্ছে।