মাদারীপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির জনসভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
বুধবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় মাদারীপুর জেলা সদর জামে মসজিদ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর পৌর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে জনসভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ১৯৭১ এর মতো আবারো স্বাধীনতা বিরুধীরা ষড়যন্ত্র শুরু করেছে, যে ভাবে ২০০৮ সালে তাদের মোকাবিলা করে আমরা শেখ হাসিনাকে বিজয়ী করেছি, ২০১৪ সালে বিজয়ী হয়েছি, আগুন সন্ত্রাস মোকাবিলা করেছি ঠিক সেভাবে এবারের নির্বাচনে, স্বাধীনতা বিরুধী জামাত বিএনপিকে পরাজিত করে বিজয়ী হযে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখবে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ও জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
বিশেষ অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, নৌকা প্রতীকের প্রার্থী নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান মাদারীপুরবাসীর ভাগ্য পরিবর্তনে সার্থক একজন মানুষ, এ অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে শাহজাহান খান এমপির বিকল্প নেই, এমপি, তিনি বলেন ৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, যেখানে নৌকা সেখানেই ভোট শেখ হাসিনা সফল হোক। জনসভায় নারী-পরুষের উস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জেলা সদর জামে মসজিদ মাঠ।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান কালু, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমম্বয় পরিষদের আহবায়ক আসিফুর রহমান খান। জনসভায় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন মাদারীপুর চেম্বার অব কমার্স, মাদারীপুর জেলা ছাত্রলীগ।
কুমিল্লা থেকে জনসভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, সদস্য মিজানুর রহমান ইরান, সদস্য মাসুম রেজা দুলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ তুহিন, সদস্য মোখলেছুর রহমান, মোঃ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন।