৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে নগরীতে সম্মিলিত মুক্তিযুদ্ধ সংসদের আয়োজনে কুমিল্লা টাউন হল থেকে র্যালিটি বের হয়। র্যালীতে লাখো মানুষের ঢল নামে।
বিজয় র্যালীর নেতৃত্ব দেন কুমিল্লা সদস আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিজয় র্যালিতে কুমিল্লার সাধারণ মানুষ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবি, ডাক্তারসহ কুমিল্লার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। দুপুর ৩টায় টাউনহলে মানুষের ঢল নামতে শুরু করে।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
পরে কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাউনহল মাঠ। মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রের সবগুলো সড়ক। মিছিলে মিছিলে মুখরিত হয় কুমিল্লা শহর। এ যেন ভিন্ন রূপের কুমিল্লাকে দেখেলো কুমিল্লার মানুষ এই ৪৮তম বিজয় দিবসের র্যালিতে। ২০১১ সাল থেকে এমপি নেতৃত্বে কুমিল্লায় বিজয় র্যালীর সূচনা হয়।
মুক্তিযুদ্ধের বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যনার, ফেস্টুন নিয়ে র্যালীতে অংশ নেয় নারী-পুরুষসহ কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজয় র্যালীতে নতুন প্রজন্মে তরুন-তরুনীদের অংশগ্রহন ছিল দেখার মতো। মেয়েরো লাল সবুজ শাড়ি ও ছেলেরা বঙ্গবন্ধুর ছবি সংম্বলিত টি-শার্ট পরে র্যালীতে অংশ গ্রহন করে। নারী এবং পুরুষের মধ্যে দেখা গেছে ভিন্ন রকমের উদ্দিপনা। মুক্তিযুদ্ধের বিভিন স্লোগানে মুখরিত হয় কুমিল্লা শহর।
দুপুর ৩টায় বিজয় র্যালীর উদ্ভোদন করেন এমপি বাহার। উদ্বোধনী বক্তব্যে এমপি বাহার দুইবার এমপি হবার পর কুমিল্লায় তার বিভিন্ন কর্মকা-ের চিত্র তুলে ধরে বলেন আমি কুমিল্লার মানুষের ভাগ্য পরির্বতনে কাজ করেছি, সকল ক্ষেত্রে কুমিল্লার উন্নয়ন করেছি। এমপি বাহার আগামি ৩০ ডিসেম্বর নির্বাচনে সকলকে মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেয়ার আহবান জানান।
র্যালী পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত মুক্তিযুদ্ধ সংসদের আহবায়ক সফিউল আহাম্মেদ বাবুল। উপস্থিত ছিলেন, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেসা বাহার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমীন ভূইয়া,
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। র্যলীতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আইনজীবী সমিতি, শিক্ষক সমিতি, ব্যবসায়ী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বাখরাবাদ ও সোনালী ব্যাংক সিবিএ, মহিলা সমিতি, বিএমএ, এনজিও ফোরাম ব্যানারসহ অংশ গ্রহন করে।