কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

একটি ফুল

তোমার জন্য আনিব ফুল,
একটি ফুল।
যে ফুল হবে হৃদপিন্ডের তাজা রক্তরং,
যে ফুলে থাকবে তিনটি সবুজ পাতা
যে সবুজ তোমার অবুঝ মনে দিবে সমীর
সুধা পাবে তুমি সে সমীরে, হবে আকুল।
আমি তোমার জন্য আনিব ফুল,
একটি ফুল

ছিল অনেক ভয়-ভীতি।
কিন্তু বুকভরা সাহস তাদের পারেনি দমাতে
জানি, ছিল শত বাধা মায়ের
হাজারো অনিচ্ছা তোমার
কিন্তু, আমারতো দরকার ফুল,
একটি ফুল।

অক্টোবর ৬ তারিখ
বেরিয়ে পড়লাম নিরুদ্দেশ
এতটাই ক্ষিপ্ত ছিলাম
সাইক্লোন টর্নেডো ছিল নির্বাক;
হৃদয়ে ব্যথা , কিছুই করতে পারিনি প্রিয়তম তোমার জন্য।
যন্ত্রণায় মন ছিল অতি ছটফট
চোখ বুঝলেই মনে পড়ে তোমার আর্তনাদ,
শকুনের দেয়া চিহ্ন,
বোনের ইজ্জতভ্রষ্ট চেহারা;
তাই প্রতিশোধে হাতে আজ স্টেনগান।
আমি ফিরবো, আনিব তোমার জন্য ফুল,
একটি ফুল।

মাথায় ছিল সবুজ লতা মোড়ানো
সরীসৃপ হয়ে অভিঘাতী দূর্গের সামনা-সামনি,
হাত চলছিল তুফান বেগ
হঠাৎ কেমন জানি মনে হল বুকে একটু ব্যথা
হাত লাগাতেই দেখি লাল রঙ,
তারপর আর কিচ্ছু জানিনা ।
কিন্তু আমার ইচ্ছে ছিল
আমি ফিরবো, তোমার জন্য আনিব ফুল,
একটি ফুল।

আমার বসন্তে তুমি ছিলে কৃষ্ণচূড়া
কিন্তু তোমার ডালে আজ আমি নেই।
জানো,
আজ আমি একা নই
সাথে আছে পুরো তিরিশ লক্ষ,
তবে আমি আমি নই
হলাম তোমার ফুল,
একটি ফুল।

আজ স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে থাকি আর দেখি
২৬ শে মার্চ আমার জন্য কাদোঁ কিনা?
১৬ ই ডিসেম্বর হাসো কিনা?
আর
১৪ই ডিসেম্বর আফসোস করো কিনা?
নিজ হাতে না পারলেও তোমার কাছে পৌঁছাতে পেরেছি ফুল
একটি ফুল
তুলে যতনে রাখিও সেই ফুল,
একটি ফুল।

লেখক: মোঃ ইয়াসিন আরাফাত জুয়েল
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন