কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন: পরিকল্পনামন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের শান্তির জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে তিনি এই যাত্রা শুরুও করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর নৃশংস হত্যাকাণ্ডের ফলে দেশের গণতন্ত্র ও উন্নয়ন যাত্রা ধমকে দাঁড়ায়। উত্থান ঘটে স্বৈরাচার ও অগণতান্ত্রিক সরকারের।’

রবিবার (১৬ ডিসেম্বর ) নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা-১০ এর লালমাই উপজেলার বাকই ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এদিন বাকই ইউনিয়নের নুরপুর, মোহনপুর, জয়শ্রী, কাপাসতলা, রসুলপুর পথসভায় বক্তব্য রাখেন।

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং নানা চড়াই-উৎড়াইয়ের মধ্যদিয়ে দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত মন্তব্য করে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন। এই উন্নয়নের মহাসড়ক দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রার ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখতে পারে, সেজন্য আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করুন।’

এসময় কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন অপু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন