গণসংযোগ করতে গিয়ে কৃষকদের সাথে ধান মাড়াইয়ের কাজে নেমে পড়লেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
সোমবার (১৭ ডিসেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৩ ও ২৪ নং ওয়ার্ডে জয়পুর থেকে সালমানপুর এলাকায় প্রচারণায় গিয়ে ধান মাড়াইরত কয়েকজন শ্রমিককে দেখতে পেয়ে তাদের সাথে মাড়াইয়ে শামিল হন হাজী ইয়াছিন।
কৃষকদের সাথে মাঠে নেমে বিএনপি প্রার্থীর ধান মাড়াইয়ের ছবিটি ক্ষণিকেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সাবেক এমপি ও একাদশ সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের এমন উষ্ণ সান্নিধ্য পেয়ে আপ্লুত ২৩ ও ২৪ নং ওয়ার্ডের কৃষকরা।
শ্রমিকদের সাথে কুশল বিনিময় করতে করতে হুট করেই ধানের গোছা হাতে নিয়ে উঠে পড়েন মেশিনে। প্যাডেলে চেপে চেপে দক্ষ কৃষকের মতোই ছড়াতে থাকেন পাকা ধান।
মাঠে কৃষকদের সাথে হাজী ইয়াছিন প্রায় ১০ মিনিট ধান মাড়াই করেন বলে জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক একরামুল হক রাসেল।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর যুবদলের সহ সভাপতি খলিলুর রহমান বিপ্লব, বিএনপি নেতা আলহাজ্ব হুমায়ূন কবির মুনশীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।