কুমিল্লায় বিজিবি মোতায়েন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃ্ঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মঙ্গলবার সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে।
কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে
কুমিল্লার বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল আবু মো. মহিউদ্দিন নতুন কুমিল্লাকে জানান, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে কুমিল্লায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তিনি সংখ্যা উল্লেখ করেননি। জানিয়েছেন বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে সংখ্যা উল্লেখ করা হবে।
বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে টহল জোরদার করছে।