কুমিল্লা
বুধবার,৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২১ অগ্রহায়ণ, ১৪৩০ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বিএনপির প্রার্থী ড. মোশাররফের সমাবেশে ১৪৪ ধারা

ফাইল ছবি

কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির মাধ্যমে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিতব্য চাঁন্দেরচর ইউনিয়নের বাঘের বাজার ও রামকৃষ্ণপুরে বিএনপির পূর্বনির্ধারিত দুটি সমাবেশ বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশে সর্বত্র ধানের শীষের জোয়ার বইছে। ধানের শীষের পক্ষে প্রবল জনস্রোত দেখে সরকার চরম হতাশাগ্রস্ত। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে তারা নানা অশুভ পাঁয়তারা করছে। দেশ ও জনগণের স্বার্থে সব হুমকি উপেক্ষা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’

কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ড. মোশাররফ কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলার ঘাগুটিয়া ও দুলালপুর ইউনিয়নের দড়িরচর বাজার, দুলালপুর, মাধবপুর বাজার ও দৌলতপুরে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, ‘হোমনা উপজেলা বিএনপির আবেদনে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও সোমবার বাঘের বাজার এবং রামকৃষ্ণপুরে সমাবেশ করার জন্য লিখিত অনুমতি দেন। অথচ স্থানীয় আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ করতে চায়, এই অজুহাতে ইউএনও মঙ্গলবার পুরো চান্দেরচর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছেন। হোমনার সহকারী রিটার্নিং অফিসার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন-উৎপাদনের রাজনীতি প্রবর্তন করেছে। অন্যদিকে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে গণতন্ত্র ধ্বংস করে এবং জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়। তাদের কাছে অতীতে গণতন্ত্র, মানুষের অধিকার ও জানমাল সুরক্ষিত ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান মোল্লা ও হোমনা পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল প্রমুখ।

আরও পড়ুন