কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

তারুণ্যের জয়োৎসব হবে নৌকার বিজয়ের মাধ্যমে: রাজী ফখরুল

একাদশ জাতীয় নির্বাচনে তারুণ্যের জয়োৎসব হবে। তারুণ্য আজ জেগেছে নৌকার পক্ষে। পাড়া-মহল্লায় নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে আপনারা নৌকার বিজয় উৎসব পালনের প্রস্তুতি নিন।

বুধবার (১৯ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার রুসুলপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।

আরও পড়ুন:  এক ক্লিকে একাশদ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

ইউপি চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে রাজী ফখরুল আরও বলেন, উন্নত দেশ গড়ার লক্ষ্যে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় বসাতে হবে। স্বাধীনতা বিরোধীরা যদি কোনোক্রমে ক্ষমতায় আসতে পারে, তাহলে এদেশ বার জঙ্গিবাদের আস্তানায় পরিণত হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছেন। নৌকায় ভোট দেয়ার কারণে বাংলাদেশ আজ মাথা উঁচু করে চলতে পারে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আবারও মা-বোনদের কাছে ভোট চাই। নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না। নৌকা মার্কায় ভোট দিন, মানুষের সেবা করার সুযোগ সুযোগ দিন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেলের পরিচালানায় জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার, আ.লীগ নেতা সাবেক ভিপি আবদুল মতিন মুিন্স, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা,

সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, রসুলপুর ইউনিয়ন আ.লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. তাজুল ইসলাম, যুবলীগ নেতা মো. আনিছুর রহমান, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন