কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জনমানুষ বিচ্ছিন্ন বিএনপি ভোট চাওয়ার অধিকার নেই: এমপি বাহার

কুমিল্লা সদর-৬ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বিএনপি সারা দেশে একটি জনবিচ্ছিন্ন দল। কুমিল্লায় বিএনপির প্রার্থী সন্ত্রাস এবং চাঁদাবাদের নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে যেন ২০১৪ সালের মতো অগ্নিসন্ত্রাসরা এবার প্রভাব যেন না ফেলতে পারে।

এমপি বাহার বলেন, আমি আমার শান্তির কুমিল্লায় কাউকে অশান্তি করতে দেবো না।উপস্থিত জগন্নাতপুরবাসীর উদ্দেশ্যে এমপি বাহার বলেন, ৩০ ডিসেম্বর ১ দিন ভোট কেন্দ্র পাহারা দিন, আমি ৫ বছর আপনাদের পাহারা দেবো।

আরও পড়ুন:  এক ক্লিকে একাশদ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

বুধবার (১৯ডিসেম্বর) ভূটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বাহার বিগত দশ বছর আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী, তাই বিগত দশ বছরে যেই উন্নয়ন হয়েছে তা সারা বিশ্বে আলোড়ন তুলেছে। সারাবিশ্ব এখন বাংলাদেশের অগ্রগতিকে হিংসা করে, তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকায় ভোট দিতে সকলকে আহবান জানান এমপি বাহার।

বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত্ব নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য চিত্তরঞ্জন ভৌমিক, জগন্নাথপুর ইউনিয়ন চেযারম্যান মামুনুর রশিদ মামুন, আনিসুর রহমান মিঠু। এর আগে এমপি বাহার বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থ আয়োজনে স্টেডিয়াম মার্কেট দোকান মালিক সমিতি ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দেও সাথে, কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর স্কুল মাঠ কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুল পাথুরিয়াপাড়ায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

আরও পড়ুন