জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ২১ বছর মুক্তিযুদ্ধবিরোধী শক্তি দেশ শাসন করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছিল। সেই অবস্থা থেকে দেশকে উদ্ধার করে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়েছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তাই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ সরকারকেই ক্ষমতায় রাখতে হবে। আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বরকামতা ইউনিয়নের জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন রাজী মোহাম্মদ ফখরুল।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মো. লিটন সরকারের সভাপতিত্বে পথসভায় তিনি আরও বলেন, মানুষ সামনের দিকে এগোয়, আর বিএনপি মানুষকে পেছনের দিকে যায়। একটা কথা আছে ভূতের পা নাকি পেছন দিকে চলে। তো বিএনপি ক্ষমতায় আসলে দেশ পেছন দিকে চলে। কারণ তারা অদ্ভূত হয়ে দেশে আসে, ভ‚তের মত দেশ চালায়।
পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার, আ.লীগ নেতা সাবেক ভিপি আবদুল মতিন মুিন্স, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম, ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়, কামরুল হাসান প্রমুখ।