বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) শাহিন কাদির নতুন কুমিল্লাকে জানান, শুক্রবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে বুড়িচং উপজেলাধীন মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান গাজীকে আটক করা হয়। শনিবার তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন।