কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ইকবাল হোসেন মজুমদারকে জেলগেটে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চৌদ্দগ্রাম থানার এসআই আরিফের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে রবিবার কুমিল্লার আমলী আদালত-৫ এর বিচারক এ আদেশ প্রদান করেন।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আনিছুর রহমান মিঠু নতুন কুমিল্লাকে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩(২৫/ঘ) এর ধারায় জি.আর ৩০৭/১৮ মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে ইকবাল হোসেন মজুমদারকে গ্রেফতার করা হয়। এ মামলার এজাহারভুক্ত ২৪ জনের মধ্যে তাঁহার নাম নেই। মামলার সকল আসামীরাও জামিনে রয়েছে।
এ মামলায় ফরোয়ার্ড দেওয়া হয়েছে ঘটনার সাথে আসামী যুক্ত থাকতে পারে। যেখানে এজাহারভুক্ত সকল আসামী জামিনে রয়েছেন সেখানে সন্দেহভাজন আসামীর পাঁচদিনের জিজ্ঞাসাবাদ নজিরবিহীন ঘটনা।