কুমিল্লা
শুক্রবার,৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৯ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

‘শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় না আসলে দেশের উন্নয়ন থেমে যাবে’

শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় না আসতে পারলে দেশের উন্নয়ন থেমে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে দাউদকান্দির রায়পুর হাইস্কুল মাঠে এক বিশাল নির্বাচনী প্রচারণামূলক জনসভায় তিনি এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

কাজী নুরুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আব্দুল মান্নান জয়, বাদল রায়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লাল মিয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, শওকত আলী, আবুল হাসেম সরকার, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, বাসুদেব ঘোষ, জসিম উদ্দিন প্রধান চেয়ারম্যান, মামুনুর রশিদ চেয়ারম্যান, লোকমান সাবেক চেয়ারম্যান, সেলিম মাস্টার,সাইফুল মিয়াজী মনির হোসেন সরকার, শরিফ, মুন্না প্রমুখ

তিনি আরও বলেন, পাকিস্তানি দোষররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেয়ার আহ্বান জানান জেনারেল ভুঁইয়া।

প্রচারণামূলক জনসভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন।

উল্লেখ্য, টানা দুইবারের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া- বিএনপির ঘাঁটি বলে এক সময়ের পরিচিত এই আসন ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভোটে পরাজিত করে দীর্ঘ ৩৫ পর আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থীকে বিপুলভোটে পরাজিত করেন তিনি।

আরও পড়ুন