কুমিল্লা সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রধান নির্বাচনী কার্যালয়ে সম্মিলিত পেশাজীবি পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহন যোগ্য নির্বাচন প্রেক্ষিত ২০১৮ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ।
আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর
সাংবাদিক রমিজ খানের সঞ্চালনায় ডা: গোলাম মহিউদ্দিন দিপুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় ত্রান ও পূণর্বাসন সম্পাদক ও কুমিল্লা সদর আসনের বিএনপি মনোনিত প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বাংলাদেশ শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএমএ কুমিল্লা শাখার সাবেক সভাপতি ও ড্যাব কুমিল্লার সভাপতি ডা: মোহাম্মদ ইকবাল আনোয়ার, কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আহম তাইফুর আলম প্রমূখ।
বক্তারা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান।